বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে গণধর্ষণ মামলার দুই আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

আসামিরা হলেন, ঝিকরগাছার দোস্তপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে রাহুল ও শওকত আলীর ছেলে সোহান। আদালত আসামিদের মধ্যে রাহুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন ও সোহানকে জামিন দিয়েছে।

গত বছরের ১৫ অক্টোবর রাতে ওই এলাকার এক গৃহবধূকে অপহরণ করে বেগুন খেতে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে আত্মসমর্পণকারী দুই আসামিসহ মৌলভীবাজার জেলার গিয়াসনগর গ্রামের রুফি মিয়া শুভ ও ঝিকরগাছার দোস্তপুর গ্রামের সাদ্দাম হোসেনকে আসামি করে গণধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলায় এদিন তারা আদালতে আত্মসমর্পন করে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন