বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হাসপাতালের রেডজোনে মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে মোট ১২৮টি নমুনা পরীক্ষায় ৪ জন, হাসপাতালের রেপিড অ্যন্টিজেন ১৩২টি পরীক্ষায় ৯ জন পজিটিভ হয়েছেন। এছাড়া জিন এক্সপার্ট ৩ টি পরীক্ষায় কেউ শনাক্ত হননি। এদিন পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৪ দশমিক ৯৪ শতাংশ। এ নিয়ে যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৪১৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০ জন।

এদিন যশোরে নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ১১ জন, ঝিকরগাছায় ২ জন রয়েছেন। এ দিন পর্যন্ত হাসপাতালের রেডজোনে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন ও ইয়োলোজোনে ৯ জন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন