শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কেশবপুরে সবজি ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, কৃষক গ্রেপ্তার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে সবজি ক্ষেতে গাঁজা গাছ চাষ করায় কৃষক জালাল উদ্দিনকে (৩৪) গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত শরফুদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওয়ালিউল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল, ওহিদুজ্জামনসহ পুলিশের একটি দল উপজেলার মেহেরপুর গ্রামের জালাল উদ্দিনের ঢেঁড়স ও বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা ১টি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

চিংড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওয়ালিউল ইসলাম জানান, জালাল উদ্দিনের নামে আগেও মাদক মামলা আছে। সবজি চাষের পাশাপাশি একই ক্ষেতে সে গাঁজা গাছ চাষ করে আসছিল বলে অভিযোগ ছিল।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন জানান, গাঁজা গাছসহ কৃষক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন