শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় ৫ কেজি গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, আটক ১

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করেছে। এ সময় আব্দুল হাই (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক আব্দুল হাই উপজেলার সিংহঝুলি গ্রামের ফজের আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব সদস্যরা চৌগাছার কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে একটি পার্কিং করা যাত্রীবাহি বাসের মধ্যে বসে ফেনসিডিল বিক্রি করার সময় আব্দুল হাইকে আটক করেন। এসময় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমন্তবর্তী গ্রাম কুলিয়ায় অভিযান চালিয়ে গ্রামের মৃত আমানত মন্ডলের ছেলে তরিকুল ইসলামের বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়. তবে কাউকে আটক করা যায়নি।

তরিকুল ইসলামকে পালাতক দেখিয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হাইকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন