বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় রবিবার রাতে ইজাহার আলী গাজী বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভোর ৪ ঘটিকার দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিন বাইরে যান। সেখান থেকে ফিরে বারান্দায় উঠলে তাকে বিষধর সাপে কামড়ে দেয়। এরপর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় যাওয়ার প্রতিমধ্যে সোমবার সকালে তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন