শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে একশ’ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শুক্রবার রাতে শহরের রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নূর নাহার ওরফে নাহার (৫২) ও তার ছেলে মনির হোসেন অন্তর (৩০)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৯টার দিকে রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাহার ও তার ছেলে অন্তরকে আটক করা হয়।

নূর নাহার ওরফে নাহার চাঁচড়া রায়পাড়ার মনোয়ার হোসেন বাবলার স্ত্রী। তারা রেলগেট পশ্চিমপাড়ায় বসবাস করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন