খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় পাঁচ দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি, প্রগতি সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতলেব সরদার।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জরুরি ভিত্তিতে বিল কপালিয়ায় জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা বা জোয়ার ধারা (টিআরএম) চালুর মাধ্যমে নদী রক্ষা ও উজানে নদী সংযোগ করতে হবে। আমডাঙ্গা খাল প্রশস্ত করে সংস্কার করতে হবে। পোল্ডারের অভ্যন্তরে আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ভৈরব, কপোতাক্ষ এবং বিল ডাকাতিয়ার সাথে সংযোগ করতে হবে। বেঁচে থাকার জন্য এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভবদহের জলাবদ্ধতা সমস্যা এ অঞ্চলের মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকে যথাযথ গুরুত্ব না দিয়ে শুধুমাত্র প্রকৌশল জ্ঞান দ্বারা বিভিন্ন সময়ে অপরিনামদর্শী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এ অঞ্চলের নদী ও জল ব্যবস্থাপনাকে ধীরে ধীরে অকার্যকর করে ফেলেছে। ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হচ্ছে। দুই-তিন ফসলি জমি মৎস্য ঘেরে পরিণত হয়েছে। এ জলাবদ্ধতার সমস্যা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গ্রহণের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি ভবদহ ক্ষতিগ্রস্ত এলাকার ১৫ হাজার ৬১৮ জন কৃষক ও জনগোষ্ঠীর গণস্বাক্ষর সম্বলিত আবেদন যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিলসহ পানি আন্দোলন কমিটির নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!