বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ার চিত্রা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ কল্পনা দাসের (৫০) মরদেহ ১৫ ঘন্টা পর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে নদীর একটি সাঁকোয় আটকে থাকা মরদেহ উদ্ধার হয়। কল্পনা দাস নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের রাখাল দাসের স্ত্রী।

কল্পনা দাসের বোন জামাই তপন দাস জানান, আট দিন আগে বড় শ্যালিকা কল্পনা দাস তাদের বাঘারপাড়া উপজেলার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তিনি মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে চিত্রা নদীর শেখের হাটখোলা ঘাটে তিনি একাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোসল করতে নামেন। কিছুক্ষন পর ঘাটের পাশ দিয়ে যাওয়া কয়েক ব্যক্তি নদীর পানিতে তাঁর জুতা ও শাড়ি ভাসতে দেখে বাড়িতে খবর দেন। এরপর অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে বাঘারপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকাল ছয়টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর একটি বাঁশের সাঁকোর সাথে তার মরদেহ ভাসছিল। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম মুন্সী বলেন, চিত্রা নদীর পানিতে ডুবে কল্পনা দাস মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন