বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

নওয়াপাড়া রোটারী ক্লাবের বৃক্ষরোপণ

অভয়নগর প্রতিনিধি

‘পরিবেশই জীবন,বৃক্ষ রোপণ’- প্রতিপাদ্য বিষয়ে নওয়াপাড়া রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে নওয়াপাড়া সরকারী কলেজ প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া রোটারী ক্লাবের সভাপতি বিএম আঃ সালাম।

রোটারী সভাপতি বলেন, জীবন রক্ষায় গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার পরামর্শ দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া রোটারী ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম, নুর আলম পাটোয়ারী, দিপক কুমার সাহা, শাহ আব্দুল মুকিত জিলানী, সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান, নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, মারুফ মোস্তফা, সঞ্জিব বসু, পলাশ বিশ্বাস, জিয়াউর রহমান মিলন, আনিচুর রহমান, গালিব, আরশাদ হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন