বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে শাওন হত্যা মামলা দায়ের, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের শংকরপুর ছোটনের মোড়ে যুবক শাওন খুনের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের বাবা হালিম শেখ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

পুলিশ এজাহারভুক্ত তিনজনকে ইতোমধ্যে আটক করেছে। এরা হচ্ছে, একই এলাকার মোহাম্মদ আলী (২০), বিল্লাল হোসেন (২০) ও মানিক (২৬)। মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান তাদেরকে শুক্রবার রাতে আটক করেন।

বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শহরের শংকরপুর ছোটনের মোড়ে ছুরি ও কুপিয়ে শাওনকে হত্যা করে। এ ঘটনায় পরদিন দুপুরে ওই মামলার আসামি অনি (২২) নামে এক যুবকের বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। কিন্তু ঘটনার পর থেকেই অনি পলাতক রয়েছে। শাওন শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে কাজ করতো। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন