শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়পাড়ায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুর রহমান জুয়েল ও তার সহযোগী আবুল হাসান বিকিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে শেখহাটির কাজী আলমের ছেলে।

আবুল হাসান বিকি শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল হালিমের ছেলে। জুয়েলের বিরুদ্ধে শেখহাটি এলাকায় সমাজবিরোধী কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে।

সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা জানান, ক্যাম্পের এসআই মতিয়ার রহমান সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি তরফ নওয়াপাড়ার আব্দুর রহিমের বাড়ির সামনে অভিযান চালান। সেখান থেকে জুয়েল ও বিকিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিছ ইয়াবা উদ্ধার হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন