গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় আরো ১৩ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ১০ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ১৬৫জন এবং ইয়েলোজোনে ৬১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার ১১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৮৪৮টি নমুনা পরীক্ষায় ২৭৮ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ৩২৩টি পরীক্ষায় ৮২ জন, জিন এক্্রপার্ট ৯টি পরীক্ষায় ৪টি ও খুলনা মেডিকেল কলেজের ৬টি পরীক্ষায় ১ জন পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৭৬ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৩৮৩ জন, করোনায় মারা গেছেন ২৪০ জন৷ শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ২৪৬ জন, কেশবপুরে ১১ জন, ঝিকরগাছায় ২৩ জন, অভয়নগরে ২৭ জন, মনিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় ১১ জন, শার্শায় ১৫ জন, চৌগাছা উপজেলায় ২০ জন রয়েছেন।
খুলনা গেজেট/ টি আই