খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৭ মামলা

যশোর প্রতিনিধি

যশোরে লকডাউন না মেনে দোকান খুলে ব্যবসা করায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে সোমবার ৪৭টি মামলায় ৪৭ জনকে অভিযুক্ত করে ৪৯ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শহরের পালবাড়িমোড়, দড়াটানা, মুজিবসড়ক, মাইকপট্টি, জজকোর্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক না ব্যবহার করার অপরাধে ১টি মামলায় একজনকে অভিযুক্ত করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একইসাথে মেহরাজ শারবীন ১টি মামলায় ১ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন। তিনি পাইপপট্টি, দড়াটানা, সদর হাসপাতাল এলাকায় অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ অভিযান চালান শহরের উপশহর, সুলতানপুর, কাঁঠালতলা এলাকায়। তিনি ৩টি মামলা দিয়ে ৬শ’ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম অভিযান চালান পাইপপট্টি এলাকায়। এসময় ১টি মামলায় ১শ’ টাকা জরিমানা করা হয়।

মণিরামপুরে ৮টি মামলায় ২২ হাজার ৫শ’, বাঘারপাড়ায় ৫টি মামলায় ৮ হাজার টাকা, অভয়নগরে ৭টি মামলায় ৭ হাজার টাকা ও কেশবপুরে ১৬টি মামলায় ৬ হাজার ৩শ’ টাকা, ঝিকরগাছায় ১টি মামলায় ৫শ’ টাকা, শার্শায় ৩টি মামলায় ১ হাজার টাকা, চৌগাছায় ১টি মামলায় ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!