যশোরের বাঘারপাড়ায় মোজাম মোল্লা (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের একটি আলুর ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোজাম মোল্লা ওই ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত চকমান মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাতটায় মোজাম মোল্লা দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মাঠে নিজের আলুর ক্ষেতে বেড়া দিতে যান। তবে বিকেল গড়িয়ে গেলেও খাবার খেতে তিনি বাড়ি ফেরেননি। একপর্যায়ে স্ত্রী সন্ধ্যায় মাঠে গিয়ে তাকে ক্ষেতের আইলের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে মোজাম মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার হাতে সাপে কাটার দাগ ছিল। ধারণা করা হচ্ছে, সাপের কামড়ে মোজামের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এনএম