গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত এ ভাইরাসে মোট মারা গেছেন ৭ জন। এর মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে ও একজন উপসর্গ নিয়ে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোরে গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ১০ এর উপরে ছিল। ৪ জুলাই মারা যান ১৭ জন, ৫ জুলাই মারা যান ১১ জন, ৬ জুলাই মারা যান ১২ জন, ৭ জুলাই মারা যান ১৪ জন, ৮ জুলাই মারা যান ১১ জন, ৯ জুলাই মারা যান ১২ জন ও ১০ জুলাই মারা যান ১২ জন।
এদিন যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে ভর্তি হয়েছে ৩৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন এবং মারা গেছেন ৬ জন। এছাড়া, ইয়েলোজোনে ভর্তি হয়েছেন ৪০ জন, মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন ও মারা গেছেন ১ জন। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জনই নারী। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষটিও একজন নারী। যাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।
খুলনা গেজেট/এনএম