শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১২ জন। এরমধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে শনিবার ভর্তি রোগী রয়েছেন ১৭৮ জন এবং ইয়েলোজোনে ৬৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছে ৩১ এবং ইয়েলোজোনে ৪৫ জন।

একইদিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬৩১টি নমুনা পরীক্ষা করে ২৫১ জনের পজিটিভ হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৩৯ দশমিক ৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ১৬৪ জন, কেশবপুরে ১২ জন, ঝিকরগাছায় ২৫ জন, মণিরামপুরে ২০ জন, বাঘারপাড়ায় ২৪ জন, শার্শায় ৯ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন। এ পর্যন্ত যশোরে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৬১ জন ও মৃত্যুবরণ করেছেন ২১২ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন