বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে অস্ত্র-গুলিসহ কারবারি আটক

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে মিন্টুকে আটক করা হয়। তিনি ওই গ্রমের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার জনৈক বাবুর বাড়ির পেছনে অস্ত্র বেচাকেনা হচ্ছে বলে তারা সংবাদ পান। সেই অনুযায়ী পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে একটি টহল সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মিগ্রুকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন