খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে প্রবেশের দায়ে ১৩ মৎস্যজীবী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

বন বিভাগের পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য খাল এলাকায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে ট্রলারসহ ১৩ মৎস্যজীবীকে আটক করেছেন বন বিভাগ। রবিবার ভোরের দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। এসময়ে আভিযানিক দলটি মৎস্যজীবীদের ব্যবহৃত ৩ টি ট্রলার, জাল ও মাছসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে।

আটক মৎস্যজীবীরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারন্য ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য খাল এলাকায় দলবদ্ধ মৎস্যজীবীদের মাছ ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময়ে ঘটনাস্থল থেকে ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, জাল ও ৩০ কেজি মাছ সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মৎস্যজীবীদেরকে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!