খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সুন্দরবনের দুবলার চরে নৌ পুলিশ ফাড়ী স্থাপন করা হবে : এআইজি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট 

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম  বলেছেন, মৎস্য সম্পদ ও জেলেদের নিরপত্তায় সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চরে নৌ পুলিশ ফাড়ী স্থাপন করা হবে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আলোরকোলে শুটকী আহরণে নিয়োজিত জেলেদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবলার চরের আলোরকোলে একটি নৌ পুলিশ ফারি স্থাপন করা হবে। এ সংক্রান্ত বেশ কাজ এগিয়েছে। আশাকরি আমরা খুব দ্রুত জায়গা নির্বাচন করে, কাজ কাজ শুরু করতে পারব।
অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম মতবিনিময় ছাড়াও সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া ইকোটুরিজম কেন্দ্র, হিরন পয়েন্ট ইকোটুরিজম কেন্দ্র ও চাঁদপাই নৌ থানা পরিদর্শন করেন।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, মোঃ শফিকুল ইসলাম, নৌ পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার মোঃ শরিফুর রহমানসহ নৌ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুবলার চরে শুটকি আহরনে নিয়োজিত সহস্রাধিক জেলে অংশগ্রহন করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!