তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের ১৪৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২২ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
এরপর জোড়া উইকেট হারায় তারা। মার্কিন শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। টেইলর ২৮ বলে ৩১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ড্রিস গুস।
এরপর ক্রিজে আসা অ্যারন জন্সকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাঙ্ক। ৬০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৪ রানে ৩৪ বলে ৩৫ রান করে আউট হন জন্স।
জন্সের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কোরি অ্যান্ডারসন। ১০ বলে ১১ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন তিনি। অ্যান্ডারসনের বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান মোনাঙ্ক। ৩৮ বলে ৪২ রান করেন এই ব্যাটার।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন রিশাদ।
খুলনা গেজেট/কেডি