খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন আন্তঃজেলা চোরাচালানি চক্রের কথিত গডফাদার হাফিজুর রহমান মন্টু ওরফে মন্টু সরদার। শনিবার বিকালে উপজেলার হাড়দ্দাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান মন্টু সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরি জানান, সুন্দরবনের গহীনের বিভিন্ন নদী পথে ভারত বাংলাদেশের বিভিন্ন চোরাচালানি পণ্য নানা কৌশলে পাচার করা হত হাফিজুর রহমান মন্টুর নেতৃত্বে। এসব ঘটনায় বিগত ২০০৭ সালের ৫ আগষ্ট শ্যামনগর থানায় ২৫ এর বি স্পেশাল ট্রাইবুনাল এর চোরাচালানির ধারায় একটি মামলা হয় হাফিজুর রহমান মন্টুর বিরুদ্ধে। এই মামলায় পলাতক থাকায় বিজ্ঞ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। কিন্তু ২০০৭ সাল থেকে এ পর্যন্ত সে পুলিশের আশপাশে ঘোরাঘুরি করলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে হাড়দ্দাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি ডিবি আরও জানান, তার বিরুদ্ধে উপরোক্ত ধারায় পটুয়াখালি জেলার মহিপুর থানায় আরও একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর ওই থানাকে অবহিত করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!