খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় টাউন স্পোটিংকে হারিয়ে ইসিপিএল প্রিমিয়ার শিরোপা নিল ইউনাইটেড ক্লাব

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় হাবিবুর রহামান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে টাউন স্পোটিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর শিরোপা অর্জন করেছে ইউনাইটেড ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সকালে টসে জিতে ইউনাইটেড ক্লাব ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। টসে হেওে টাউন স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে হাসান ৫১ ও মৃত্যুঞ্জয় ৩৩ রান করে। প্রতিপক্ষের আরিফুল ৩টি, এনাম ও রমজান প্রত্যোকে ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ১৩১ রানের সহজ টার্গেট নিয়ে ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে দলের ওপেনার হাবিবুর রহামান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে মাত্র ৮.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৩৩ রান করে নির্ধরিত জয়ের লক্ষ্যে পৌছে যায়। সোহান ৩৬ বলে ১০৬ রান করে। দলের অপর ব্যাটসম্যান তানভির ১৫ বলে ২০ রান করে। ফলে ইউনাইটেড ক্লাব ১০ উইকেটে জয়লাভ করে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইউনাইটেড ক্লাবের হাবিবুর রহমান সোহান এবং ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হয় টাউন স্পোর্টিং ক্লাব এর এনামুল হক।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এলসন কনজুমার পোডাক্ট লিঃ এর ডিএমপি শাহাদাত অমি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, সাজেক্রীসের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম. আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস প্রমুখ।

খুলনা গেজেট/  এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!