খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় উপকূল দিবস পালনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘুর্নিঝড় স্মরণে প্রস্তাবিত উপকূল দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে সিডিও ইয়ুথ টিম ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী আসাদ, সিডিও সদর ইউনিট সমন্বয়ক আসাউর রহমাম, সাইফুল্লাহ আল মামুন, আতিকুজ্জামা, সুসেনজিৎ ঘোষ, মোজাম্মেল মল্লিক, তন্ময় নন্দি, মাহিদা মিজান প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৯৭০ সালের ১২ নভেম্বর এদেশের উপকূলের উপর দিয়ে প্রলয়ংকারী ঘুর্নিঝড় তান্ডব চালায়। এতে ব্যাপক প্রাণহানীসহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে সিডর, আইলা, মহাসেন, বুলবুল, আম্পানের মত ভয়ঙ্কর ঘুর্নিঝড় উপকূলে বারবার আঘাত করছে। কিন্তু উপকুলের এই নিরীহ জনগোষ্ঠীর কথা কেউ ভাবে না। তাই ১২ নভেম্বর উপকুল দিবস হিসাবে পালন করতে চাই। যে দিনটিতে বক্তারা উপকুলের মানুষের কথা তুলে ধরবে সবার কাছে। কারণ দিবস অধিকারের কথা বলে। অধিকার আদায়ের কথা বলে।’ বক্তারা প্রস্তাবিত উপকুল দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্কীকৃতির জোর দাবি জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!