খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

শ্যামনগরে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে মানবতা বিরোধী অপরাধ মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন-উল-মুলকসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্য রাতে মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকত উল্লার ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম মহসিন-উল-মুলক, শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী, মুন্সিগঞ্জের মৃত নাসির উদ্দীনের ছেলে জি.এম মহিউদ্দীন ও মৃত জোহর আলীর ছেলে ফজর গাজী।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১৯৭২ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ২০০৯ সালের ২৬ এপ্রিল তাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন নিহত সুরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে চন্দনা রানী মন্ডল। এ মামলায় আদালত কর্তৃক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ৪ আসামিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!