খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রূপসায় আঞ্জুমান মফিদুল ইসলামের বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র 

 নিজস্ব প্রতিবেদক

মানবতাবাদী ভাবধারায় প্রতিষ্ঠিত জনকল্যাণমূখী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম। মুসলমানের বেওয়রিশ লাশ দাফনের উদ্দেশ্যে সংস্থাটির গঠন করা হলেও আটকে থাকেনি ধর্মীয় ধরাবাঁধায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশেই থাকতে চায় আঞ্জুমান। শুধু একটা ফোন কলেই লাশের পাশে পৌছে যায় আঞ্জুমানের লাশবাহী গাড়ী। অসহায় ও দুস্থ রোগীদের বিপদে এগিয়ে যেতে ৪০টিরও বেশি অ্যাম্বুলেন্স রয়েছে তাদের। যার ফলে আঞ্জুমানের নিষ্ঠা ও সততার কর্মবৈচিত্র ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে।

“জীবনেও সাথী, মরণেও সাথী” এ শ্লোগান সামনে রেখে আঞ্জুমান-দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম রূপসার ইলাইপুরে  উদ্বোধনকালে প্রতিষ্ঠানের ট্রাস্টি ও সহ সভাপতি মোহাম্মদ আজিম বখ্স এসব কথা বলেন। শনিবার(১৬ সেপ্টেম্বর)  এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

তিনি আরো বলেন, লাশ দাফন ছাড়াও লাশ বহনে ফ্রি-অ্যাম্বুলেন্স ও ফ্রিজিংভ্যান সেবা, এতিমখানা, অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান, নারীদের আত্মনির্ভর করে তুলতে নিজস্ব উদ্যোগে সেলাই প্রশিক্ষণ এবং সেলাইমেশিন প্রদানসহ অগণিত কার্যক্রম পরিচালনা করে চলেছে এ সংস্থাটি।

স্বাগত বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত যুগ্ম সচিব এসএম হারুনার রশিদ। তিনি বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থাটিতে পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী দান করেছেন। ওই সম্পত্তি ও বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে আঞ্জুমান-দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষন কেন্দ্র। যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। পাশাপাশি আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থাটি এসএম হারুনার রশিদ কে সম্মানিত দাতা ও জীবন সদস্য করেছেন।

প্রাক্তন সিনিয়র সচিব মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলহাজ্ব মো: হানিফ, আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন অতিরিক্ত যুগ্ম সচিব মো: শামসুল আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসাইন খান।

এ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) সফিউল আলম সুজন এর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা পল্লি বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান, ডা: ফয়সাল আহমেদ, ইউপি সদস্য মো: কামরুজ্জামান সোহেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাহ আব্দুল হাই, এ্যাড: নুরুজ্জামান, খুলনার বাণী পত্রিকার বার্তা সম্পাদক আরিফ রিপন, এস এম আমজাদ হোসেন, ওহিদুল ইসলাম, আলহাজ্ব শাহাজান, আলহাজ্ব লতিফুর রহমান, মুজাফফার শেখ, ফিরোজ শেখ, হাবিবুর রহমান, মো গোলাম রসুল আসমান, রহমান মৃধা, জাহিদুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম ইমাম, নয়ন মৃধা, সালমান শেখ, মনিরুজ্জামান মনি, আবুল হাসান হামিদি, হাসান গাজী, সিরাজুল ইসলাম সিরাজ, হিরন, শান্ত, নজরুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!