খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

যশোরে চিকিৎসক-সাংবাদিক বিরোধের সমাধান করলেন সমবায় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ বৈঠকের আয়োজন করেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ, বিএমএ’র সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ গোলাম মোর্তজা, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সম্পাদক এম আর মিলন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, সদস্য সচিব সিকদার খালিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মীমাংসা সভায় হাসপাতালে তত্ত্বাবধায়ক হারুর অর রশিদকে মানুষের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দেন ও সেই সাথে সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করেন প্রতিমন্ত্রী স্বপন। ডাক্তার হারুন অর রশিদ সবার সাথে হাত মিলিয়ে দুঃখ প্রকাশ করেন ও তার পাশে থাকার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!