আগেই সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। সি গ্রুপের মঙ্গলবারের (১৭ জুন) ম্যাচটা অনেকটা সুপার এইটের ড্রেস রিহার্সেল হিসেবেই দেখা হয়েছিল। আর তাতে ক্যারিবিয়ানরা পেয়েছে সহজ এক জয়।
ম্যাচের ফলাফল অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষেই অনেকটা আঁচ করা গিয়েছিল। পাওয়ারপ্লেতে ৯২ রান, ইনিংস শেষে ২১৮ রানের বিশাল সংগ্রহ উইন্ডিজকে দিয়েছিল জয়ের ভিত। ক্যারিবিয়ানদের বিধ্বংসী ইনিংসের পথে একাধিক রেকর্ডও দেখেছে ক্রিকেট দুনিয়া। এর মধ্যে অন্যতম এক ওভারে ৩৬ রান!। আফগান বোলার আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে ৩৬ রান নেন পুরান। এটি বিশ্বকাপে দ্বিতীয়বার এক ওভারে ৩৬ রান সংগ্রহের ঘটনা। আর সবমিলিয়ে ৫ম।
যেভাবে এলো ৩৬ রান…
প্রথম বল: ছক্কা। এ বলে পুরান মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন, ব্যাটের কানায় লেগে ছক্কা হয়েছে থার্ডম্যান দিয়ে।
দ্বিতীয় বল: নো বল এবং চার। এবার পুরান করলেন পুল। পাওয়ারপ্লেতে বেশির ভাগ ফিল্ডার ভেতরে থাকায় চার হতে খুব অসুবিধাই হয়নি।
দ্বিতীয় বল: বাউন্সার দেয়ার চেষ্টা করেন ওমরজাই। পুরান ও উইকেটকিপার গুরবাজ-দুজনের মাথার ওপর দিয়ে বল বাউন্ডারিতে যায়। আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্তও জানিয়ে দেন।
অর্থাৎ, এক বলে ওমরজাই দিলেন ১৬ রান।
দ্বিতীয় বল: বৈধ ডেলিভারি। ওমরজাইয়ের ইয়র্কারে কোনো রান নিতে পারেননি পুরান।
তৃতীয় বল: ব্যাটে বলে হয়নি। তবে পুরানের প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারিতে।
চতুর্থ বল: এবার চার। পুরান এবার চার মারেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে।
পঞ্চম বল: ওমরজাই বল দিলেন মিডল অ্যান্ড লেগ স্লটে। পুরান সামনের পা সরিয়ে বল পাঠালেন ডিপ মিড উইকেটে—ছক্কা।
ষষ্ঠ বল: ওমরজাইয়ের স্লোয়ারকে লং অফের দিয়ে ছক্কা মারেন পুরান।
খুলনা গেজেট/এনএম