খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে, ১ সেপ্টেম্বর ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সাড়ে ১১টায় মহানগর দক্ষিণ ও বেলা ১২টায় উত্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকাল তিনটায় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা হবে।

খুলনা বিএনপি : দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনা বিএনপি তিনদিনের কর্মসুচি পালন করবে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতপরিসরে এবারের কর্মসুচি পালিত হবে।

গৃহিত কর্মসুচির মধ্যে রয়েছে : সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান।

এছাড়া ২ সেপ্টেম্বর বেলা ১১টায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন; শহীদ হাদিস পার্কে। ৫ সেপ্টেম্বর কয়রা উপজেলায় বানভাসী মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ ও গৃহনির্মাণের জন্যে ৫০টি পরিবারকে এক লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হবে।

থানা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচী : ৩ সেপ্টেম্বর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় সোনাডাঙ্গা থানায় বয়রাস্থ হাজী ফয়েজউদ্দিন স্কুলে বৃক্ষ রোপন কর্মসুচি। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় খালিশপুর থানায় বৃক্ষরোপন কর্মসুচি ভাসানী বিদ্যাপীঠে। ৭ সেপ্টেম্বর সদর থানায় বৃক্ষরোপন কর্মসুচি সদর থানা এলাকায়। ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় দৌলতপুর থানায় বৃক্ষরোপন কর্মসুচি সরকারি ব্রজলাল বিশ্ববিদালয় কলেজ ক্যাম্পাসে।

কর্মসুচি সফল করার জন্য খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, মহানগর শাখার সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা শাখার সাধারণ সম্পাদক আমীর এজাজ খান সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!