তিনি থাকবেন কি থাকবেন না, পুরো মৌসুমজুড়ে এটিই যেন ছিল বড় প্রশ্ন। লিওনেল মেসির কাছ থেকে জবাবটা এলো মৌসুমের শেষদিকে এসেই। বার্সেলোনাতেই থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে বেইন স্পোর্টস।
চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। শোনা যাচ্ছিলো এরপরই ক্লাব ছেড়ে যাবেন তিনি। কিন্তু সেটা যে হচ্ছে না, তা এখন চূড়ান্ত। শিগগিরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন মেসি।
ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার তিনি। ক্যারিয়ারের পুরোটা সময়ই বার্সেলোনায় কাটিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তবে গত মৌসুমে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানান।
নানা জলঘোলার পর অবশ্য আর ক্লাব ছাড়তে পারেননি মেসি। তবে এই মৌসুম শেষেই ক্লাব ছেড়ে যাওয়ার কথা বলছিলেন অনেকে। কিন্তু তা আর হচ্ছে না।
এখনো পর্যন্ত বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যেখানে তার গোল সংখ্যা ৬৭২টি, সতীর্থদের দিয়ে বার্সা ক্যারিয়ারে তিনি করিয়েছেন ২৮৮ গোল। চলতি মৌসুমেও ক্লাবটির সেরা পারফরমার মেসিই। ৪৭ ম্যাচে ৩৮ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট আছে তার নামের পাশে।
খুলনা গেজেট/কেএম