খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
  খুলনাসহ ২৫ জেলার সব স্কুল-কলেজ আজ বন্ধ
  ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ৬৮

বাজারে ইলিশের সরবরাহ কম, চড়া দামে নিরাশ ক্রেতারা

শেখ বদর উদ্দীন, খানজাহান আলী থানা

চলতি বছরের শুরু থেকেই ইলিশের বাজার অনেকটা চড়া। গেল বছরের তুলনায় বেশি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ টাকা। এছাড়া পর্যাপ্ত সরবরাহও নেই ইলিশের। ক্রেতারাই আগ্রহ নিয়ে দাম শুনে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

শনিবার (২৭ নভেম্বর) খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বিক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ কম, তাই দাম বেড়েছে। ক্রেতারা বলছেন, মূলত ভারতে রফতানির কারণে ইলিশের দাম আরেক দফা বেড়ে গেছে।

সরেজমিনে শিরোমনি বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানগুলোতে ইলিশের পরিমাণ খুবই অল্প। দুই-একজন ক্রেতা দাম জানতে চাইছেন। কেউ কেউ আবার দামাদামিও করছেন। আবার কেউ হঠাৎ ইলিশের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছেন।

মাছ ব্যবসায়ী মোঃ জামাল মোল্লা বলেন, প্রায় ১৫ বছরের ইলিশ মাছ বিক্রির অভিজ্ঞতা থেকে বলছি এবার শুরু থেকেই ইলিশের দাম বাড়তি। এ সময়ে ইলিশের দাম এত বেশি থাকে না। তিনি আরোও জানান, পাইকারি বাজারে গিয়ে খুব বেশি ইলিশ কিনতে পারেননি আজ। দামও বেশি চেয়েছে পাইকাররা। বাধ্য হয়ে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

জামাল হোসেন বলেন, আগে যেখানে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকার মাছ বিক্রি করতাম। সেখানে এখন প্রতিদিন ২০ হাজার টাকার মাছও বিক্রি করতে পারিনা ।

বাজারের অপর এক ইলিশ মাছ বিক্রেতা মুরাদ আলী বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা ইলিশের দাম শুনে অন্য মাছ কিনে বাড়ি ফিরছেন । বর্তমানে যা কেনাবেচা হচ্ছে লাভ তো দুরে থাক দোকান ভাড়াটাও তুলতে পারছিনা।

বিক্রেতারা জানান, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২ শ’ থেকে ১৩শ’ টাকায়। এছাড়া এক কেজির নিচের ইলিশ বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ৯শ’ টাকায়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!