খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাট মহসড়কে ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার (ভিডিও)

নিজস্ব প্রতিবরদক,বাগেরহাট

ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) ভোরে বাগেরহাট-খুলনা মহাড়কের সদর উপজেলার যৌখালী ব্রিজ এলাকায় থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ। এসময়ে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক, একটি গ্রিল, তালা কাটার , একটি রাম দা ,চাপাটি , ছুরি,রড,লাঠি, পাথর ও রশি জব্দ করে পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মো: শরাফত আলীর ছেলে মো: আজাহারুল ইসলাম আজাহার, সিরাজগঞ্জ জেলার জেনাকিগাতি গ্রামের ফজলার রহমানের ছেলে ছামিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার পাইক পাড়া গ্রামের আ: হাকিমের ছেলে আ: রেজ্জাক মন্ডল, কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের (মৃত) সেকেন্দার বেপারীর ছেলে আব্দুল রহিম এবং বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামীম আহসান খান মিলনের ছেলে মঈন খান অনি । বাগেরহাটের মঈন খান অনির আমন্ত্রণে এসব ডাকাত দল বাগেরহাটে আসে। অনেক বড় ডাকাতি এবং অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক বাগেরহাট শহরের দিকে আসছিল। যৌখালি নামক স্থানে থাকা পুলিশের চেকপোস্ট থেকে ট্রাকটিকে থামানো হয়। জিজ্ঞাসাবাদ ও তল্যাসি করতে চাইলে ট্রাকে অবস্থান করা ব্যক্তিরা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। পরে তাদের ট্রাক তল্লাশী করে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাদের ব্যবহৃত ট্রাকটিতে কোন নিবন্ধন নাম্বার ছিল না। মবিল ও কালো রং দিয়ে নিবন্ধন নাম্বার ঢেকে দেওয়া হয়েছিল।

পুলিশসুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটে আসার বিষয়টি স্বীকার করেছে। বাগেরহাটের বাসিন্দা অনির আমন্ত্রণে ও পরামর্শে তারা বাগেরহাটে এসেছেন। তাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!