খুলনা, বাংলাদেশ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ১১ মে, ২০২৪

Breaking News

  সাকিব-মুস্তাফিজের কল্যাণে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়
  শাহজাদপুরে সড়ক দুর্ঘটনার নিহত ২, আহত ৬
  খাদ্যের নিশ্চয়তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
  রাজধানীর ডেমরায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বটিয়াঘাটা ও রূপসায় কয়লা তৈরীর কারখানায় অভিযান পরিবেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা ও বটিয়াঘাটা উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী অবৈধ কারখানায় অভিযান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এসব কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার মণ কাঠ ও ৮ হাজার মণ কয়লা জব্দ করা হয়েছে। এসব কারখানা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান জানিয়েছেন, জেলার বটিয়াঘাটা উপজেলার হাদিরাবাদ, নারয়ণপুর ও বাইনতলা এবং রূপসা উপজেলার শোলপুর এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ৮ অক্টোবর থেকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত ৪ হাজার মণ কাঠ ও ৮ হাজার মণ কয়লা জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তা প্রদান করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!