খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

বটিয়াঘাটার ৩ ইউনিয়নে কারা হচ্ছেন নৌকার কান্ডারী?

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়াই করেছেন ২২ জন। পথসভা, শো ডাউন, গণসংযোগ, মতবিনিময় সভার মধ্য দিয়ে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, সরকারের উন্নয়ন, এমনকি এক প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা করে ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের বটিয়াঘাটার সুরখালী, ভান্ডার কোট ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে সরকার দলীয় নৌকার ৩ প্রার্থীর মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ।

সরোজমিন ঘুরে জানাগেছে, ৩ ইউনিয়নের মধ্যে বটিয়াঘাটা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি পুত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পল্লব বিশ্বাস রিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল এর জামাতা অনুপম মন্ডল এবং বিএনপি নেতা মোঃ ইমরান হোসেন মোল্লা।

এখানে নির্বাচন হবে ত্রিমুখী, তবে অনেকের ধারণা শেষমেশ যুদ্ধ হবে মনোরঞ্জন মন্ডল ও রিটুর (নৌকা)সঙ্গে। এত্র ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন।

সুরখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আফছার উদ্দিন শেখের ভাতিজা শেখ জাকির হোসেন লিটু ( নৌকা) বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার (চশমা), উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক বি এম মাসুদ রানা (আনারস)সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র শেখ হেমায়েত আলী, মাওলানা হাফিজুর রহমান শেখ। এখানে প্রচার প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ মনোনিত জাকির হোসেন লিটু নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিএম মাসুদ রানা। তবে ভোটারদের অভিমত আওয়ামী লীগের গলার কাটা হচ্ছে বিদ্রোহী প্রার্থী। এখানে সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১৫ জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৪১ জন।

ভান্ডাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১২ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (নৌকা), বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুল শেখ, আ.লীগ নেতা মোঃ আলমগীর হাওলাদার, মোঃ ইমরান উল্লাহ, মোঃ আমানত আলী শেখ, মোঃ খোকন মোল্লা, মোঃ ইখতিয়ার হোসেন মোল্লা, মোঃ শফিউল্লাহ শেখ, মোঃ মাহাবুর রহমান শেখ, মোঃ আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ রওশান আলী। অনেকের মন্তব্য এখানে লড়াই হবে দ্বিমুুখী বাবু, আলমগীর হালদার ও কালাম মাষ্টারের সঙ্গেই যুদ্ধ হবে। তবে প্রচার প্রচারণা চলছে বিরামহীন ভাবে। এখানে সংরক্ষিত সদস্য পদে পদে লড়ছেন ১৩ জন ও সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৪ জন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার বলেন, ‘ভোট হবে প্রথম ধাপের মতো স্বচ্ছ ও উৎসব মুখর। সকল প্রার্থী এবং তাদের কর্মি সমার্থকদের অনুরোধ করবো কোন ধরনের কোন বিরোধ না করতে। আপনারা সকালে সহযোগিতা করবেন। আমি উৎসব মুখর নির্বাচন উপহার দিবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন,‘ আগামী ১১ নভেম্বর বটিয়াঘাটার ৩ ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠ অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্নের পথে। ভোটাররা অপেক্ষা করছেন কারা হবে বটিয়াঘাটা ৩ ইউনিয়নের নৌকার কান্ডারী। বিগত নির্বাচনে ১মাত্র আমিরপুর ইউনিয়ন ছাড়া গঙ্গারামপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!