খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত
দৌলতপুর থানা আ‘লীগের নির্বাহী কমিটির সভায় বাবুল রানা

বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন গড়তে হলে পরীক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ম্লান করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার অর্জনকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে হবে। সেজন্যে ওই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যু ও অনুপ্রবেশকারীদের কোন কমিটিতে স্থান দেয়া যাবে না। তিনি আরো বলেন, তৃণমূল থেকে উঠে আসা কর্মীরাই কমিটিতে স্থান পাবে। ত্যাগী পরীক্ষিত নেতার্কর্মীরাই আওয়ামী লীগ করবে ; কোন অনুপ্রবেশকারী নয়। কোন অবস্থাতেই ওই সকল অনুপ্রবেশকারী, অনৈতিক ব্যক্তিদের দলে স্থান দেয়া যাবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন গড়তে হলে পরীক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে হবে। নিজ স্বার্থ উদ্ধারের জন্য অনেকে দলে অনুপ্রবেশ করবে, তাদের চিহ্নিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে একটি সমৃদ্ধশালী দেশ ও সমাজ গড়ার লক্ষ্যে সাদা মনের মানুষদের নিয়ে কমিটি গঠন করে শেখ হাসিনা’র ভিশন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে দৌলতপুর থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। সভা পরিচালনা করেন দৌলতপুুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর সাহিদা আক্তার, কাউন্সিলর শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স, মিতা বাগচী, ফারজানা ইসলাম নিপু, মফিজুর রহমান পিকু, কাজী আব্দুল কাদের মাষ্টার, আসিফুর রশিদ, আবুল হোসেন, শাহাদাৎ হোসেন মিনা, শেখ আবু জাফর, শেখ ওবায়েদ উল্লাহ, বাচ্চু মোড়ল, শেখ ওয়াহিদুজ্জামান, আব্দুর রউফ মোড়ল, আশুতোষ, কামাল উদ্দিন বাচ্চু, এম এ সেলিম, শাহীন জামান পন, শেখ মোহাম্মদ আলী রেফাউল্লাহ, শেখ সরোয়ার হোসেন, মাসুদ হাসান পিকু, আজিজ হাসান, মনিরুল তরফদার, জাফর ইকবাল মিলন, শেখ সোলায়মান প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে অনৈতিক কাজের সাথে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!