খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

ফুলতলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে এ বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শেখ ইউনুছ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলেজ অধ্যক্ষ গাজী মারুফুল কবির।

প্রভাষক সমীর কুমার বিশ্বাস সঞ্চলনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম ইসলাম, আফরোজা প্রভাষক সালমা খাতুন, তাপস কুমার মজুমদার, সাবিনা ইয়াসমিন, শাহরিয়ার মোল্যা বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মাসুমা আক্তার সোমা, মালিহা বিনতে মজিদ, হাদিউজ্জামান হাদি, মোঃ শাহরিয়ার মোল্যা, সাব্বির হোসেন।

এ সময় বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, তোমাদের ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার ভালোভাবে পড়াশুনা করে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহবান জানান।

ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১৪৫জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!