খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফকিরহাটে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নাশকতামূলক অপরাধ সংগঠিত ষড়যন্ত্র ও চেষ্টা অপরাধের অভিযাগে লালচন্দ্রপুর এলাকা থেকে ১১ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি লক্ষে ও যানবাহন ভাংচুর করাসহ জনগনের জানমালের ক্ষতিসাধন করার ষড়যন্ত্রমূলক অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে তাদেরকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালচন্দ্রপুর এলাকায় একটি স্থানে কয়েকজন মিলিত হয়ে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একত্রে তাদেরকে আটক করে।

আটককেরা হলেন মো. মোস্তাফিজুর (৪৪), বাবর আলী (৩৮), জাকির হোসেন (৫২), হাবিবুর রহমান ফরাজী (৪১), গাউস শেখ (৪৯), দেলোয়ার শেখ ( ৪০), আকবর আলী (৫০), ফরিদ শেখ (৩৮), আব্দুর রহিম গাজী (৩৮), আব্দুর রহমান খান (২৭), মিঠু ফকির (৪০)। আটককৃতরা ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ব্যাপারে মডেল থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম খুলনা গেজেটকে জানান, আটককেরা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। নাশকতা সৃষ্টির উদ্দেশে তারা বৈঠক করছিল বলে ধারণা করেন তিনি।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!