খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রায় চার লাখ টাকার লুণ্ঠিত গুড় উদ্ধারসহ দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের অভিযানে ঝিনাইদহ থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী ও প্রতারক চক্রের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় লুন্ঠিত ৫ হাজার ৫৮৮ কেজি ঝোল গুড় উদ্ধার করে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি বিকালে গুড় ব্যবসায়ী মো: রবিউল ইসলাম(৪৫) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ মাধবপুর থেকে ১২৭ ড্রাম ভর্তি ঝোল গুড় একটি পিকআপে করে নোয়াখালির হাতিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী এবং প্রতারক চক্র পূর্ব পরিকল্পিতভাবে ওই গুড় ভর্তি পিকআপ গাড়ীটি চালকের সহায়তায় ছিনতাই করে। পরবর্তীতে প্রতারক চক্রটি গুড় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দেয় এবং মোটা অংকের টাকা দাবি করে। গুড় ব্যবসায়ী বিষয়টি থানায় জিডি করেন ও র‌্যাবকে জানান। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহের একটি আভিযানিক দল সোমবার বিকেলে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী এবং প্রতারক চক্রের সদস্য মো: সাদ্দাম হোসেন (৩০) কে আটক করে। সাদ্দাম হোসেন ঝিনাইদহের কালীগঞ্জের মো: আব্দুল জব্বারের পুত্র।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী যশোর জেলার সদর থানাধীন ছোটগোপালপুর এলাকা থেকে ছিনতাইকারী এবং প্রতারক চক্রের অপর সদস্য যশোরের তবিবার বিশ্বাসের ছেলে মো: সুমন বিশ্বাস (৩২) কে আটক করে। সুমন এর কাছে থেকে ছিনতাই হওয়া ১২৭ ড্রাম ভর্তি সর্বমোট ৫ হাজার ৫৮৮ কেজি ঝোল গুড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার ৮৬৮ টাকা। গুড় পরিবহনকারী পিকআপ উদ্ধার এবং ছিনতাইকারী এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!