খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পাইকগাছা প্রতিনিধি

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাইকগাছায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মোঃ এজাজ শফী। নার্গিস বানুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটান্ট ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ বাপ্পা দাস, ডাঃ ইফতিয়ার বিন রাজ্জাক, ডাঃ আমিনুর রহমান, ডাঃ খুকুমনি খাতুন, ডাঃ মাহমুদা হক জুঁই, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আমিনুল হক, প্রধান সহকারী আখতারুজ্জামান খান, জিএম জাহিদুর রহমান, মানিক পাল, সাহানারা পারভীন, মোঃ মাসুরুজ্জামান, দেব্ব্রত সরকার, সরোয়ার হোসেন, মহিব্বুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৫হাজার ৬০৭ জন। এর মধ্যে ৬ মাস থেকে ১ বছরের নীচে ২ হাজার ৭২০ জন, ১ বছর থেকে ৫ বছরে নীচে ২২ হাজার ৮৮৭ জন। মোট কেন্দ্র ২৪১ টি ও স্বেচ্ছা সেবিকা ৪৮২ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!