খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী
  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পাইকগাছায় উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন নির্বাচন সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ৭৪ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ পেয়েছেন ২ হাজার ৯৫২ ভোট। এ নির্বাচনে ৩৫% ভোট পড়েছে।

এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৪ টা ৪৫ মিনিটের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখানের ঘোষণা দেন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলে চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করে। সেই অনুয়ায়ী মঙ্গলবার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও অপরজন হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হলে প্রথমের দিকে কিছু ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলি ফাঁকা হয়ে যায়। আবার বেলা ৪ টার দিকে কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিত ছিল চোখে পড়ার মত। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও গড়ইখালীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিত ছিল সন্তোষজনক।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, শান্তিপুর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, এ বিজয় আমার একার নয়, এ বিজয় জনগনের, এ বিজয় বাংলাদেশ আওয়ামীলীগের। বিশাল ব্যবধানে বিজয়ী করার জন্য এলাকাবাসী দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল ৭৯ টি এবং বুথ সংখ্যা ছিল ৫৭২ টি। মোট ভোটার ২ লক্ষ ১৯ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৫৬৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৯ হাজার ৫৫২ জন।

 

খুলনা গেজেট/কেএম/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!