খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়
  গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, কয়েকজন আহত; যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নড়াইলে সৌরভের অ্যাপ উদ্ভাবনে আবারও চমক

লোহাগড়া প্রতিনিধি

বতর্মান সময়ে মানুষের চাহিদা সহজে সকল সেবা হাতের কাছে পেতে এবং সেবা গুলো ব‍্যবহার করতে। এই সকল বিষয়কে কেন্দ্র করে নড়াইলের সদর উপজেলার আলাদাতপুর এলাকার বাসিন্দা মোঃ আশিকুর রহমান সৌরভ তৈরি করেছে ” NRL SERVICE ” নামক একটি মোবাইল অ‍্যাপ। এই অ‍্যাপের মাধ‍্যমে জনগণ ঘরে বসে বাস, ট্রাক, প্রাইভেট কার, এ‍্যাম্বুলেন্স বুকিং করে সেবা নিতে পারবে। এই মোবাইল অ‍্যাপটিকে তৈরি করা হয়েছে নড়াইল বাসির জন‍্য।

অ‍্যাপটির উদ্ভাবক আশিকুর রহমান সৌরভ বলেন, আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে দেখেছি উবার, পাঠাও এর মতো এমন অ‍্যাপ আছে কিন্তু আমাদের নড়াইলে নেই তাই এই অ‍্যাপটি তৈরি করা হয়েছে। আশা করি এই অ‍্যাপটির মাধ্যমে নড়াইলের মানুষ সুবিধাভোগি হবে, একই সঙ্গে সৌরভ আরো বলেন এই অ‍্যাপটি তার উদ্ভাবিত ৩ য় মোবাইল অ‍্যাপ। সৌরভের উদ্ভাবিত সকল অ‍্যাপ সমাজ কল‍্যাণ মূলক।

NRL SERVICE অ‍্যাপে একটি ফোন বুক অ‍্যাপ। এটি সাধারণত মানুষের জীবন যাত্রার মান আরো সহজ করার জন‍্য উদ্ভাবন করা।

এই অ‍্যাপটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছে ” সাইবার সেইফটি অর্গানাইজেশন “। এই সংগঠনটি অনলাইন সুরক্ষায় কাজ করছে।

সৌরভ আশা করেন এই মোবাইল অ‍্যাপটি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী উদ্বোধন করবেন।

উল্লেখ্য, সৌরভের ১ম তৈরি মোবাইল অ‍্যাপ টি জরুরি সেবা সমূহ নিয়ে কাজ করতো। সেই অ‍্যাপটি উদ্ভাবন মেলায় পুরস্কৃত হয়। ২য় মোবাইল অ‍্যাপটি অনলাইন প্রতারণার বিরুদ্ধে কাজ করে সেটি ৪৪ তম বিজ্ঞান মেলায় উপজেলা এবং জেলা পর্যায় ১ম স্থান অর্জন করে এবং জাতীয় পর্যায় সুনামের সঙ্গে অংশগ্রহণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!