খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

নগরীতে জমিজমা বি‌রো‌ধে পিতাপুত্রসহ তিনজনকে কু‌পি‌য়ে জখম

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানুল্লাহ হলের পাশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন নগরীর ২৪, হাজী ইসমাইল রোডের বাসিন্দা লাল মিয়া শেখের ছেলে মোঃ মাহাবুব আলম (৫৯), তার ছেলে ইমরান হোসেন (৩০) ও ইসলাম নগরের বাসিন্দা কাজী এনামুল হক কাজীর ছেলে মতিউল হক রাজীব (৪৪)। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের মধ্যে মাহবুব আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত ইমরান হোসেন জানিয়েছেন, জমি জবর দখলে বাঁধা দিতে তাদের পাশ্ববর্তী জমির মালিক ও বহিরাগত বক্কর (৫৫), রুবেল (৩৫), কাওসার (৪০) সহ আরো ১০ থেকে ১২ জন তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাঁচার জন্য থানা পুলিশকে বারবার ফোন দিলেও পুলিশ এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয়ে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরেই দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

খুলনা গেজেট/এমবিএইচ/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!