খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
  প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত

দিঘলিয়ায় দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৭ জন আটক

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল গ্রামে বিবাদমান ‘দু গ্রুপে সংঘর্ষের ঘটনায় আটক ৭ জন জনকে ৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, প্রস্তুতি চলছিলো। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন না করলেও এলাকাটি পুলিশি নজরদারির মধ্যে রয়েছে বলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন সরকার মুঠোফোনে জানান।

গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে বিবদমান ‘দু গ্রুপের সংগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীর ছোট ভাই মুসা গাজী (২৫), চাচাত ভাই কাজল গাজী (৩২), চাচা শাহাজান গাজী (৫৫), বেলায়েত মোল্যা (৩৫), আব্বাস মোল্যা (৪০), সাইদুর রহমান (৪০), তৈয়েবুর রহমান (২২), মোঃ হান্নান (৩২) ও টুটুল (২৪)। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহন্মেদ এবং দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধূরী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। আটককৃতরা হলো সলেমান গাজী (৫৫), আজমল গাজী (৪০), বেল্লাল গাজী (৪০), মোল্যা মিজানুর (৪৫), রমজান সরদার (৩৫), রবিুল সরদার (২৪) ও গাজী সাজিবুল।

আকটকৃতদের ৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১৬ এপ্রিল শুক্রবার কোর্টে চালান দেওয়া হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!