খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
  প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত
ইভিএম-এ ভোট : ৬ অক্টোবর মনোনয়ন পত্র জমা

দিঘলিয়ার বারাকপুর ইউপি’র উপ-নির্বাচন ২ নভেম্বর

একরামুল হোসেন লিপু

সন্ত্রাসী হামলায় নিহত খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া ইউপিতে ২ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামীকাল (২৬ অক্টোবর) গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। ৬ অক্টোবর মনোনয়ন পত্র প্রদানের শেষ দিন। ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশ এর বিরুদ্ধে আপিল দায়ের ও নিস্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার নির্দেশনামূলক চিঠি আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কমিশন সচিবালয় থেকে দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির স্বারক নং ৬২৩ তাং ২৫ সেপ্টেম্বর ২০২২। আজ বিকালে চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোঃ আবু মূসা।

চিঠিতে উল্লেখ করা হয় স্থানীয় সরকার (পরিষদ ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ১০ অনুসারে চেয়ারম্যান এর শূন্য পদে ইভিএম এর মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যাবতীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ।

শূন্য হওয়া বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগষ্ট নিহত হন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!