খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

তালায় ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকালে তালার শাহাপুরে উইমেন্স জব ক্রিয়েশন সেন্টারে উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়জনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল প্রমুখ।

গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও ওয়ার্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় তিন বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় বাল্যবিবাহ রোধে ক্যাম্পেইেন, অভিভাবক সমাবেশ, যুবদের মাঝে বাল্যবিবাহের কুফল তুলে ধরতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। সভায় জনপ্রতিনিধি, ইমাম, পুরুহিত, বিবাহ রেজিস্টার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!