খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

ট্রানজিট সুবিধা বাড়াতে চায় কাঠমান্ডু

গেজেট ডেস্ক

আচমকা ফোন এলো কাঠমান্ডু থেকে। আঞ্চলিক রাজনীতি চাঞ্চল্য তৈরি করা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার বিকালে প্রায় ২০ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে ৫০ হাজার টন সার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেস সচিব জানান, দুই দেশের বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী।

ওদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোনালাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী বেশকিছু ইস্যুতে মতবিনিময় করেছেন। এরমধ্যে রয়েছে, বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সংযোগসহ বেশ কিছু বিষয়।

যাতে দুই দেশেরই স্বার্থ রয়েছে। এ ছাড়া, বাংলাদেশ-নেপাল বাধাহীন বাণিজ্য চালু, যোগাযোগ বৃদ্ধি ও পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্য দিয়ে রেল রুট স্থাপন করতে দেয়ায় ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ট্রানজিট সুবিধার উন্নয়ন নিয়ে কথা বলেন। কোভিড-১৯ মোকাবিলাকালীন নেপালের জনগণের পাশে থাকায় বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওলি।

মতবিনিময়ের সময় বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন জানান নেপালি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ওলি নেপালে অনুষ্ঠিত বিমসটেকের চতুর্থ সম্মেলনের কথা তুলে ধরেন আলোচনায়। অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। এ সময় গত বছর বাংলাদেশের প্রেসিডেন্টের নেপাল সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী ওলি। উভয়ের স্বার্থ নিশ্চিতে দ্বিপক্ষীয় সমপর্ক বৃদ্ধিতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের গুরুত্বের বিষয়ে একমত হন উভয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ওলি।

উল্লেখ্য, এর আগে গত ২২শে জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সূত্র : মানবজমিন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!