খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

ঝিনাইদহে মাটি খুঁড়ে মিলল ১৫ কুরআন

গেজেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় মাটি খুঁড়ে ১৫ কুরআন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় কুরআনগুলো পাওয়া যায়।

স্থানীয়রা জানান, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু চলছিল। প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। মাটির খোঁড়ার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ পাওয়া যায়। পরে কৌতূহলবশত এসব খুলে দেখেন স্থানীয়রা। দেখা যায়, ওই ব্যাগগুলোতে ছিল ১৫টি কুরআন শরিফ। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কুরআনগুলো মসজিদে রেখে দেন।

স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কুরআনগুলো অনেক পুরাতন। তবে ১৫টি কুরআনের মধ্যে ১৪টি ভালো রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান, ১৫টি কুরআন উদ্ধারের খবর শুনে ওই এলাকায় যান তিনি। এ সময় কুরআনগুলো স্থানীয় মসজিদসহ আশপাশের মসজিদে পড়ার জন্য দেওয়া হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!