খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

চৌগাছায় দুই ক্লিনিক বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশােরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক বন্ধসহ ৪০ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়েছে।  শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুম্মিতা সাহা এই অভিযান পরিচালনা করেন।

এ সময় নানা অনিয়মের অভিযােগে সরকারী হাসপাতালের সামনে নােভা এইড হাসপাতাল ও মধুমতি হাসপাতাল এন্ড ডায়াগনাষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি ৫ ও ১০ হাজার টাকা করে ১৫ হাজার অর্খদন্ড প্রদান করা হয়। একই সময় মায়ের দােয়া ক্লিনিক ও পল্লবী ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ দুটি ক্লিনিক নানা অনিয়মের কারনে যথাক্রমে ২০ ও ৫ হাজার টাকা করে মােট ২৫ হাজার টাকা অর্থদন্ড করার পাশাপাশি তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুস্মিতা সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশে অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ লুৎফুনাহার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইমরানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!