খুলনা, বাংলাদেশ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ১২ মে, ২০২৪

Breaking News

  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতভর ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

চিতলমারীতে এবার আনসার-ব্যাটেলিয়ান সদস্য করোনা পজেটিভ; মোট আক্রান্ত ৫৪

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এবার এক আনসার-ব্যাটেলিয়ার সদস্যর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্তের বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ নিয়ে চিতলমারীতে মোট করনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৫৪ জন। এদের মধ্যে ৪১ জন সুস্থ্ হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২১ জুলাই ৬ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান হয়। সেখান থেকে নমুনা পরীক্ষা শেষে ২৯ জুলাই (বুধবার) চিতলমারী ডুমুরিয়া যৌথ বাহিনী ক্যাম্পের আনসার-ব্যাটেলিয়ান সদস্য মোকলেচুর রহমানের (৪৫) রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ ঘটনায় বুধবার সকালে আক্রান্তের বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে।সেই সাথে আক্রান্তকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে চিতলমারীতে মোট করনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৫৪ জন। এদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ১০ জন নারী। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ্ হয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!