খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত খবরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন। রবিবার রাতে সর্বশেষ এ তথ্য পাওয়া যায়।

আইনজীবী সমিতির ভোট গ্রহণ শেষে রবিবার সন্ধ্যা থেকে গণনা শুরু হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে মোট ১,২২১ ভোটের মধ্যে ৭৭৮ ভোট গণনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এড. সাইফুল ইসলাম পেয়েছেন ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী বেগম আক্তার জাহান রুকু পেয়েছেন ১৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী কে এম ইকবাল হোসেন পেয়েছেন ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোল্লা মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ২৯৬ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

এবার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৪ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১,৩৫৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১,২২১ জন। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন মোল্লা লিয়াকত আলী। আর সদস্যবৃন্দ হলেন খন্দকার মুজিবুর রহমান ও এফএম আক্তারুজ্জামান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!