খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  খুলনাসহ ২৫ জেলার সব স্কুল-কলেজ আজ বন্ধ
  ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ৬৮
খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসতে পারে : মঞ্জু

জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোট জালিয়াতি এবং ঢাকায় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে খুলনা বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন।

আজ, ১৫ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওহেদুজ্জামান রানা এবং সাজ্জাদ হোসেন পরাগ।

নেতৃবৃন্দ বলেন, ঢাকায় বাসে আগুণ লাগানোর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। যে কারণে ঘটনার দিন খুলনার তিন যুবদল নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবীর ও বাগেরহাটের এক যুবদল নেতাকে ওই ঘটনায় আসামি করা হয়েছে। অথচ তারা খুলনা ও বাগেরহাটে ছিল। এতেই প্রমাণিত হয়েছে এ সরকার পরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের উপর নতুন করে দমন, নিপীড়ন, হামলা, মামলা ও ধরপাকড়ের প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য একটাই অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়ূত করা।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসতে পারে, সে জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ মুশাররফ হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, সৈয়দা রেহানা ঈসা, এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মোল্লা এনামুল কবীর, শরিফুল ইমলাম প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/নূর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!